প্রায় শতভাগ বিশ্ববাসী দূষিত বায়ুতে শ্বাস নিচ্ছে: ডব্লিউএইচও

বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষই অত্যন্ত দূষিত বায়ুতে শ্বাস নেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া বিশ্বের দরিদ্র দেশগুলোতে বায়ু দূষণের সমস্যা বেশি প্রকট বলেও জানায় বিশ্ব সংস্থাটি।
ডব্লিউএইচও’র নতুন প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বায়ু দূষণের পাশাপাশি প্রত্যেক বছর দূষিত বায়ুর কারণে বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে।
বিশ্ব সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাপক বায়ু দূষণের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রমাণের ভিত্তি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অতি নিম্ন স্তরের দূষণের কারণেও উল্লেখযোগ্য পরিবেশের উল্লেখযোগ্য ক্ষতিসাধন করছে।
এদিকে করোনা মহামারির মধ্যে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে গত বছর বিশ্বজুড়ে বায়ু মানের সাময়িক উন্নতি ঘটেছে বলে জানানো হলেও বায়ু দূষণ বৃহৎ সমস্যা হিসেবে রয়ে গেছে বলেই জাতিসংঘের প্রদত্ত তথ্যে জানা যায়।
ডব্লিউএইচও’র পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক পরিচালক মারিয়া নেইরা জানিয়েছেন, বিশ্বের প্রায় ১০০ ভাগ মানুষই বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত বায়ুমানের চেয়েও খারাপ বায়ুতে শ্বাস নিচ্ছেন।
বায়ু দূষণকে একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত চার বছর আগের এক প্রতিবেদনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিলো, বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি বায়ু দূষণের কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মারিয়া নেইরা আরও জানান, করোনা মহামারি থেকে বাঁচার পরও বায়ু দূষণের কারণে বছরে এখনও প্রায় ৭০ লাখ প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটছে সমগ্র বিশ্বজুড়ে।
সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, বায়ু দূষণ এখন বিশ্বের সর্ববৃহৎ পরিবেশগত স্বাস্থ্য হুমকি। বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রাণহানি ঘটছে ৭০ লাখের বেশি মানুষের।
২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান নিয়ে বিশ্লেষণ করে গত মার্চ মাসের শেষে আইকিউএয়ার বিশ্বের শীর্ষ বায়ু দূষণের দেশ এবং রাজধানীর তালিকা নিয়ে রিপোর্ট প্রকাশ করে।
আইকিউএয়ারের প্রকাশিত রিপোর্টে টানা চতুর্থবারের মতো ২০২১ সালেও বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ।