পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

আপডেট: April 8, 2022 |
print news

পাকিস্তানে চলছে রাজনৈতিক সংকট। এরই মধ্যেই বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ঐতিহাসিক দরপতন হয়েছে। প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৯১ রুপি।

বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরেই পাকিস্তানি রুপির দরপতন হচ্ছিল। এ অবস্থা আরও গতি পায় গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনলে।

গত এক মাসে ডলারের বিপরীতে রুপি দর হারিয়েছে ৬ শতাংশ। আর ২০২১ সালের জুলাই থেকে রুপির ১৮ শতাংশ দরপতন হয়েছে। বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলারের মূল্য ছিলো ১৯১ রুপি। অপর দিকে আন্তব্যাংকিং বিনিময় হার ছিলো ১৮৯ রুপি।

এদিকে পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার থেকে কমে বর্তমানে ১ হাজার ২০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর