‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর মঞ্চে বাংলাদেশের পিয়া

আপডেট: April 13, 2022 |
print news

এবারে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর আসর বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে এই ডিসেম্বরে। আর সেই মঞ্চেই অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা।

এ কথা জানানো হয়েছে মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ করার মধ্য দিয়ে।

২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন মুনজারিন মাহবুব অবণী। আর এবার দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আসরে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে পিয়া বিপাশা বলেন, “ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। পাশাপাশি শর্তগুলো দেখে চিন্তা করি আমিও তো অংশ নিতে পারি। তারপর আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে তা মেইলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।”

প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইকে বিয়ে করেন পিয়া বিপাশা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে সেখানে বসবাস করছেন পিয়া।

প্রতিযোগিতার এখনো ৮ মাস বাকি। আপাতত নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর