দেশে ফিরেছেন মুমিনুলরা

আপডেট: April 13, 2022 |
print news

দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে প্রথম দফায় বুধবার সকালে দেশে ফিরেছেন ৮ ক্রিকেটার। মোট তিন দফায় ফিরবেন ক্রিকেটাররা।

বুধবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন মুমিনুল হক-লিটন দাস সহ ৮ ক্রিকেটার।

দেশে ফেরার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলেও ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

এবারই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে ম্যাচ এবং সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে দাপট দেখিয়ে ২-১ ব্যাবধানে জিতেছে তামিম ইকবালের দল।এদিকে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার কথা লঙ্কানদের। আগামী ১৫ মে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর