অস্ট্রেলিয়ার নতুন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

আপডেট: April 13, 2022 |
print news

জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর গত ফেব্রুয়ারি থেকেই অস্ট্রেলিয়া দল চলছে হেড কোচ বিহীন। তখন থেকেই নতুন কোচের আলোচনায় ছিলেন রিকি পন্টিং, নারী দলের সফল কোচ ম্যাথু মট ও সাবেক ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। এমন কী সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে থাকা অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও ছিলেন হেড কোচের দৌড়ে। সেই তিনিই এবার দলটির হেড কোচের দায়িত্ব পেয়ে গেলেন।

গত ৫ ফেব্রুয়ারি ল্যাঙ্গার পদত্যাগ করার পর অন্তবর্তীকালিন কোচ হিসেবে প্রশংসা কুড়িয়েছেন ম্যাকডোনাল্ড। ২০১৯ সাল থেকে অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং স্টাফে সিনিয়র সহকারী এবং বোলিং পরামর্শকের ভূমিকায় ছিলেন ৪০ বছর বয়সী ম্যাকডোনাল্ড।

ম্যাকডোনাল্ডল্ডের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া চুক্তি করেছে চার বছরের জন্য। ৪০ বছর বয়সী এই কোচ তিন ফরম্যাটেই অজি দলের কোচের দ্বায়িত্বে থাকবেন। গত দুই মাসে ভারপ্রাপ্ত কোচ হয়ে দক্ষতার সঙ্গে দ্বায়িত্ব পালনের পর তার ওপর আস্থা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন কী দলের ক্রিকেটাররাও বেশ পছন্দ করেছেন তাকে।

অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট খেলেছেন ম্যাকডোনাল্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৫ হাজার রানের সঙ্গে নিয়েছেন ২০১ উইকেট। এরপর খেলা ছেড়ে ২০১৪ সালে শুরু করেন কোচিং ক্যারিয়ার। ২০১৬ সালে ভিক্টোরিয়া ও মেলবোর্নে রেনেগেডসের কোচ হন তিনি। তার কোচিংয়ে তিন মৌসুমে শেফিল্ড শিল্ডে দুটি শিরোপা জেতে ভিক্টোরিয়া। বিগ ব্যাশেও চ্যাম্পিয়ন হয় রেনেগেডস।

আগামী জুনে শ্রীলঙ্কা সফর দিয়ে নতুন দ্বায়িত্ব শুরু করবেন ম্যাকডোনাল্ড।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর