জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু

আপডেট: April 13, 2022 |
print news

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুরু হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সারা দেশে উদযাপন করা হবে পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। করোনার কারণে গত দুই বছর ধরে বন্ধ ছিল মঙ্গল শোভাযাত্রা। তবে শনাক্ত কমে যাওয়ায় এবার বের হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। লোকজ সংস্কৃতিকে ধারণ করে সাজানো হবে এ শোভাযাত্রা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর