ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট: April 16, 2022 |
print news

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একটি পিস্তল ও ম্যাগজিনসহ সজিব নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সজিব জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত কুতুবুর রহমানের ছেলে।

শুক্রবার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর