বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাত, নিহত ১

আপডেট: April 21, 2022 |
print news

রাজধানীর উত্তর বাড্ডায় কথা কাটাকাটির জেরে তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল (২০) নামের এক ভাই নিহত হয়েছেন। বাকি দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার উত্তর বাড্ডার সাতারকুল রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে ‘বরিশাল রাইসমিল’নামের দোকানে এই ঘটনাটি ঘটে।

এলাকার মুদি দোকানি সামিউলের সঙ্গে পাশের দোকানি সাইফুলের কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি সাইফুল ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। অপর দুই জনের অবস্থা আশংকাজনক তাদের চিকিৎসা চলছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর