নতুন ক্ষেপণাস্ত্র সারমত মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া

আপডেট: April 23, 2022 |

আগামী শরতের মধ্যে রাশিয়া নতুন পরীক্ষাকৃত ক্ষেপণাস্ত্র ‘সারমত’ মোতায়েনের পরিকল্পনা করছে।

সারমত একটি আন্তঃদেশীয় ক্ষেপণাস্ত্র। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। গত বুধবার রাশিয়া আন্তোঃদেশীয় এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

পুতিনকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে টেলিভিশনে সামরিক বাহিনীকে অবহিত করতে দেখা যায়।

 

‘সারমাত’ নামের এ ক্ষেপণাস্ত্রকে ‘বিশ্বসেরা’ বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘যারা আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে, তাদের ‘দুইবার ভাবতে’ বাধ্য করবে এই ক্ষেপণাস্ত্র।’

 

 

রসকসমস মহাকাশ এজেন্সির প্রধান দিমিত্রি রোগোজিন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন লক্ষ্যের তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের সাক্ষাৎকারে রোগোজিন বলেন, মস্কোর ৩ হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনয়ারস্ক অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।

পশ্বিমা সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়া এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চাইলে তাদেরকে আরও পরীক্ষা চালাতে হবে।

সারমত ১০টি পারমাণবিক ওয়্যারহেড বহন এবং এটি হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্র ও ইউরোপেও আঘাত হানতে সক্ষম।

সূত্র : রয়টার্স, আলজাজিরা

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর