প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিল ছাত্রলীগ নেতা বাকের

আপডেট: May 2, 2022 |
print news

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিল কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের।

সোমবার মাগুরা শহরের নিম্ন আয়ের প্রায় দুই শাতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

এ ব্যাপারে সৈয়দ ইমাম বাকের বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটা পর্যায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারের কষ্ট না করে এবং ঈদের আনন্দ সবাই একসাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য মাগুরা শহরের নিম্ন আয়ের প্রায় দুই শাতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর