শ্রীলঙ্কায় সরকারের পদত্যাগের দাবিতে জোরাল বিক্ষোভ

আপডেট: May 3, 2022 |

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জোরালো হয়েছে।

রাজধানী কলম্বোতে সোমবার ২৪তম দিনের মত প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে অংশ নেন ধর্মীয় নেতারা, তরুণ সমাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সাংবাদিক, শিল্পি, ট্রেড ইউনিয়নের প্রতিনিধিসহ আরও অনেকে।

বুধবার পার্লামেন্ট অধিবেশনে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করা হতে পারে। তবে তীব্র বিক্ষোভের মুখেও পদত্যাগের ইঙ্গিত দেন নি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।

এদিকে গত কয়েকদিন ধরে দেশটির ট্যাংকার মালিকদের ধর্মঘটের কারণে দেশটির অনেক পেট্রোল পাম্পে জ্বালানি সংকট আরও ঘনীভূত হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর