যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

আপডেট: May 25, 2022 |

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে ২১ জনকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্যারালাইজড বা পঙ্গু হয়ে গেছে।

বারাক ওবামা বলেন, ‘দেশজুড়ে বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দিচ্ছেন, গল্প শোনাচ্ছেন, গান গাইছেন। তবে তারা চিন্তিত যে, আগামীকাল তারা তাদের বাচ্চাদের স্কুলে নামিয়ে দেওয়ার পর কিংবা তাদের নিয়ে মুদি দোকান বা অন্য কোনও পাবলিক স্পেসে যাওয়ার পর কী ঘটতে পারে!’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উভালদের পরিবারগুলোর সঙ্গে মিশেল এবং আমিও শোকাহত। তারা এমন যন্ত্রণা অনুভব করছে যেমনটি কারও অনুভব করা উচিত নয়।’তিনি বলেন, ‘স্যান্ডি হুকের (স্কুলে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করা) প্রায় ১০ বছর পর এবং বাফেলোর ১০ দিন পর আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে। এটা ভয়ে নয় বরং এটি ঘটেছে একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দলের দ্বারা যারা এসব ট্র্যাজেডি প্রতিরোধে সহায়ক হতে পারে এমন কোনও কাজ করতে ইচ্ছুক নয়।’

এক আবেগঘন ভাষণে মঙ্গলবারের বর্বরোচিত এই হত্যাকাণ্ড নিয়ে গভীর শোক জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “অনেক কিছু আছে যা আমরা এখনও জানি না। আমরা জানি, অনেক বাবা-মা তাদের সন্তানকে আর কখনও দেখতে পাবে না। তারা কখনও সন্তানকে আর বিছানায় লাফিয়ে জড়িয়ে ধরতে পারবেন না। সন্তান হারানো আত্মার একটি টুকরো ছিঁড়ে ফেলার মতো বিষয়।”

এ সময় বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রসঙ্গেও কথা বলেন জো বাইডেন। টেক্সাসের এই বেদনাকে অ্যাকশনে রূপ দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমরা এমনটি কেন ঘটতে দিচ্ছি?

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর