শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীই অর্থমন্ত্রীর দায়িত্বে

সময়: 2:50 pm - May 25, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

দ্বীপ দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে।

সম্প্রতি রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাকে শপথ পড়ান।

দক্ষিণ এশিয়ার অন্য অনেক নেতার মতোই রাজনৈতিক পরিবার থেকে এসেছেন রনিল বিক্রমাসিংহে। তার চাচা জুনিস জয়াবর্ধনে এক দশকের বেশি সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। সত্তরের দশকের মাঝামাঝিতে রাজনীতিতে আসেন তিনি।

১৯৭৭ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় প্রেসিডেন্ট ছিলেন জুনিস জয়াবর্ধনে। ওই সরকারেই সর্বকনিষ্ঠ মন্ত্রী হন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর