পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের ফসল: হানিফ

আপডেট: June 2, 2022 |

পদ্মা সেতু নিয়ে বিএনপির ষড়যন্ত্রের কথা দেশের মানুষ জানে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি। এ পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের ফসল।এটি কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। বিগত সময়ে বিএনপির দুর্নীতি অপকর্ম ঢাকতেই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কল্পিত এমন অভিযোগ করে আসছে তারা।

বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১ টার দিকে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করেছিল, সে ক্ষেত্রেও একটা কল্পিত অভিযোগ ছিল, যেটা পরবর্তী সময়ে কানাডার ফেডারেল কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। এর পরেও যারা ওই প্রসঙ্গ টেনে আনে, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের ষড়যন্ত্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল।’

হানিফ বলেন, এ পদ্মা সেতুর সঙ্গে এ দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সারা দেশের মানুষের মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।’

হানিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২৫ জুন এক দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে, আরেক দিকে মানুষের মধ্যে আবেগের মহামিলন মেলা হবে।’

এসময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর