গুজরাটে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

আপডেট: June 3, 2022 |

গুজরাটের ভাদোদরা শহরের নন্দেসারি জিআইডিসি এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে ওই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে বহু হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, দিপক নাইট্রাইট কোম্পানির একটি রাসায়নিক কারখানায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এবং উদ্ধারকাজ শুরু করে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন আহতের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, এখনো উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় অনেকের হতাহতের আশংকা করছেন তারা।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিস্ফোরণের ঘটনা পর্যবেক্ষণ করছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর