না ফেরার দেশে ভারতীয় সঙ্গীতশিল্পী শেইল সাগর

আপডেট: June 3, 2022 |
print news

জনপ্রিয় সংগীতশিল্পী কেকের অকাল মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরও এক নক্ষত্রের পতন। মাত্র ২২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় সঙ্গীতশিল্পী শেইল সাগর।

বুধবার (১ জুন) মারা যান এই তরুণ সঙ্গীতশিল্পী। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

খুব অল্প সময়ে নেটদুনিয়ায় নিজের নাম তৈরি করেছিলেন। গান প্রেমীদের মাঝে শেইল ছিলেন সদ্য জাগ্রত নক্ষত্রের মতো। দিল্লির এই তরুণ সংগীতশিল্পী একাধিক পুরস্কারও পেয়েছেন।

শেইলের প্রথম অ্যাকোয়েস্টিক সিঙ্গেল থেকেই সবার নজরে আসেন। তার প্রথম সিঙ্গেল ‘ইফ আই ট্রাইড’। গানটি প্রকাশের পর বেশ জনপ্রিয়তা পেয়েছিলো নতুন প্রজন্মের কাছে।

২০২১ সালে আরো তিনটি সিঙ্গেল প্রকাশ করেছিলেন শেইল। এই গানগুলো হচ্ছে- ‘বিফোর ইট গোজ’, ‘স্টিল’, ‘মিস্টার মোবাইল ম্যান লাইভ’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর