ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

আপডেট: June 9, 2022 |

ভারতে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। দেশটিতে বৃহস্পতিবার এক ধাক্কায় ৪০ শতাংশ বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে আক্রান্তের নিরিখে ২ হাজারের গন্ডি পেরিয়েছে মহারাষ্ট্র এবং কেরালা। উদ্বেগ বাড়িয়ে দৈনিক আক্রান্তের নিরিখে কেরলাকে ছাপিয়ে আগেই শীর্ষে পৌঁছেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৭০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরই রয়েছে কেরালা। সেখানে গত একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭১ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শেষ পাঁচদিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি, টানা কয়েক সপ্তাহ পর মহারাষ্ট্রে করোনা সংক্রামিতের দৈনিক গড় দেড় হাজার ছুঁয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এ সংখ্যা ছিল ৫ হাজার ২৩৩ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার পর ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৫২২। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৪৯৮। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২৪ হাজার ৭২৩ জন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর