রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৫৪ জন

সময়: 7:56 pm - June 12, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

ধর্মপ্রাণ বিবেচনায় সরকার প্রতি বছর বিভিন্ন পর্যায়ের মানুষকে হজের সুযোগ করে দেয়। এবারও রাষ্ট্রীয় খরচে ২৫৪ জন হজ পালনের জন্য নির্বাচিত হয়েছেন।

তবে রাষ্ট্রীয়ভাবে হজ পালনের জন্য নির্বাচিত ব্যক্তিদের এবার বিমান ভাড়া পরিশোধ করতে হবে।

রোববার (১২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয় সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা প্রকাশ করে। তালিকায় থাকা ব্যক্তিরা সরকারি হজ প্যাকেজ-২ এর আওতায় হজ পালন করবেন।

এসব হজযাত্রীদের মধ্যে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা রয়েছেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর