ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর যাচ্ছেন পুতিন

আপডেট: June 27, 2022 |
print news

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাবেন তিনি।

রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশন ‘রসিয়া-১’- এর ক্রেমলিন সংবাদদাতা পাভেল জারুবিন বিষয়টি জানিয়েছেন।

পাভেল জারুবিন জানান, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমারি রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। এরপর তিনি তুর্কমেনিস্তান সফর করবেন। তুর্কেমেনিস্তান সফরকালে পুতিন রাজধানী আশগাবাতে কাস্পিয়ান দেশগুলোর একটি সম্মেলনে যোগ দেবেন। সেখানে থাকবেন আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতারাও উপস্থিত থাকবেন।

এশিয়া সফর শেষে মস্কোতে ফিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ইউক্রেনে হামলার আগে গত ফেব্রুয়ারির শুরুর দিকে চীন সফরে করেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিনপিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপর তিনি দেশে ফিরেই সেনাবাহিনীকে ইউক্রেন হামলার নির্দেশ দেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর