নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে সরকার কাজ করছে: প্রাণিসম্পদমন্ত্রী

আপডেট: July 24, 2022 |

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে সরকার কাজ করছে। মাছের মান নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। মাছের খাবার ও যে মাছ রফতানি করা হবে তা পরীক্ষা-নিরীক্ষা করা এখন সম্ভব হচ্ছে। সরকারের পদক্ষেপের কারণে বাজারে এখন ফরমালিনের প্রয়োগও নেই।

রোববার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে কেন্দ্রীয় মৎস্য মেলা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, নিরাপদ মাছ ছাড়া ক্ষতিকর কোন মাছ বাজারে বা অন্য কোন জায়গায় বিক্রি হবে না। যে মাছ ক্ষতিকর তা উৎপাদনও যেন কেই করতে না পারে, সে বিষয়ে সরকার কাজ করছে।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য সর্বপ্রথম গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতকে সমৃদ্ধ করতে নানা পদক্ষেপ নিয়েছেন।

এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে সঙ্গে কেন্দ্রীয় মৎস্য মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর