দেশে জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না : সেতুমন্ত্রী

আপডেট: July 25, 2022 |

দেশে জ্বালানি সংকট আরও বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার কতটা উদ্বিগ্ন জানতে চাইলে কাদের বলেন, ‘এখন সংকট সারা বিশ্বে চলছে। সংকট তো জ্বালানি, গ্যাস। এ ব্যাপারটা সবাই জানে। এখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইমপ্যাক্ট বা প্রতিক্রিয়া। এটা এখন সারা বিশ্বেরই সংকট। এটা আসলেই বৈশ্বিক সংকট।

‘আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। কাজেই এর প্রভাব-প্রতিক্রিয়া আমাদের মধ্যে আসবে না, এটা মনে করার কোনো কারণ নেই। সংকটটা সামনের দিনগুলোতে আরও বাড়বে কি না, সেটা এ মুহূর্তে বলতে পারব না।’

সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এ পর্যন্ত দেশ পরিচালনায় সংকটে তিনি ট্রাবলশ্যুটার, যে কারণে আমরা বিষয়গুলো এখনও সামাল দিতে পারছি।

খাদ্যের আমাদের সমস্যা নেই, তবে জ্বালানি নিয়ে আমরা এখন কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে আমার মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারব, তবে প্রধানমন্ত্রী আজকেও বলেছেন আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছ্রসাধন করতে হবে।

‘সবাইকে তিনি এ কথা বলে দিয়েছেন। কারণ সংকটটা যদি আরও খারাপ দিকে যায়, তখন তো আমাদেরও সে জন্য প্রস্তুত থাকতে হবে। উই হ্যাভ টু ওভার কাম।’

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না, তা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর