নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আপডেট: August 1, 2022 |

হিমালয় কন্যা নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের সিকিম, দার্জিলিং এবং বিহারের মুজফ্ফরপুরও।

রোববার এই ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে।

ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি’র বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল দেশটির রাজধানী কাঠমান্ডুর ১৪৭ কিলোমিটার পূর্বে খোতাং জেলার মারতিম বিরতা এলাকায়। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে এই ভূমিকম্প হয়। নেপালের পাশাপাশি কেঁপে উঠেছে ভারত। তবে কোনো জায়গা থেকেই তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ২০১৫ সালে নেপালের কিছু অঞ্চলে ৭.৮ মাত্রার এক তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পে জানমালের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল দেশটিতে। মারা গিয়েছিলেন প্রায় ৮ হাজার ৫০০ জন। এর জেরে ভূমিধস ও তুষারধসও ঘটেছিল। তাতে ২২ পর্বতারোহীর মৃত্যু হয়। এর এক মাস পরে আফটারশকের জেরে অন্তত ২০০ জন মারা যান সেখানে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর