গাজীপুরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

আপডেট: August 1, 2022 |
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় রোববার রাতে মাদকবিরোধী এক অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ টাকা ও হেরোইনসহ স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ে ও মেয়ে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- স্থানীয় মাদক সম্রাজ্ঞীখ্যাত মোছা. মধু (৪৫) তার স্বামী মো. হাসেম (৫৬), তাদের মেয়ে মোছা. আশা এবং মেয়ে জামাই মো. কফিল উদ্দিন (৩০)।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান ওই তথ্য জানিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, রোববার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে লক্ষীপুরা এলাকার নিজ বাসা থেকে প্রথমে আশাকে দুই গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসায় অভিযান চালিয়ে তার মা মধু ও বাবা হাসেম, জামাই কফিলকে ২০গ্আরাম হেরো্কইনসহ গ্রেপ্তার করা হয়। এসময় ছেলে সজীব কৌশলে পালিয়ে গেছে। পরে সজীবের কাঠের ড্রয়ার থেকে ৫টি পিস্তলের গুলি ও মাদক বিক্রির নগদ ৭৬হাজার ২০০টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মধুর বিরুদ্ধে ৪টি হাসেমের বিরুদ্ধে ২টি এবং তাদের ছেলে সজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কমিশনার স্যারের নির্দেশে মহানগরীতে অভিযান জোরদার করা হয়েছে। এবার মাদকের শুধু ক্রেতা-বিক্রেতাকে গ্রেপ্তার নয়। অনুসন্ধান চালিয়ে মাদক সরবরাহকারীদের তথ্য নিয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মাদক ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জনকারীদেরও সম্পদের গোয়েন্দা তথ্য নেয়া হবে। পরে তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর