পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: August 15, 2022 |
print news

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোকাইয়া বেগম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের রসুলপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের রোবেল মিয়ার মেয়ে মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী জানান, বিদ্যালয় থেকে বাড়ি ফিরে বাড়ির পাশে খেলা করছিল শিশু রোকাইয়া বেগম। এ সময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজা-খোঁজির এক পর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর