১৯ আগস্ট উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু

আপডেট: August 18, 2022 |
print news

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা ২০২২ শুরু হবে আগামী শুক্রবার (১৯ আগস্ট) থেকে। সারাদেশে ২৭৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার বাউবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ আগস্ট থেকে বাউবির অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হতে যাচ্ছে। এতে সারাদেশে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এসময় বাউবি থেকে জানানো হয়েছে, এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর এই পরীক্ষা শেষ হবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর