জ্বালানী তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ

আপডেট: August 22, 2022 |
print news

গাজীপুর প্রতিনিধি: দেশে জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মেট্রো সদর থানা বিএনপি।

গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির উদ্যোগে গাজীপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

22 08 22 pic UP

গাজীপুর মহানগর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মাজহারুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর