গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় যা বললেন ইমরান খান

আপডেট: August 23, 2022 |

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, ‘আমি পুলিশ কর্মকর্তা আর বিচার বিভাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলাম। সে কারণে আমার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দেওয়া হয়েছে। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দেশে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই।’

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে এসব মন্তব্য করেন ইমরান খান। তিনি আরও বলেন, পাকিস্তানের মানুষ এসব অন্যায়ে চুপ থাকবে না। কারণ নিজেদের অধিকার আদায়ে তারা সচেতন।

এদিকে, যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে- এমন খবরে উত্তেজিত দলটির নেতাকর্মীরা। রাজধানী ইসলামাবাদের বাসভবন ঘিরে তারা অবস্থান নিয়েছেন। চলছে সরকার বিরোধী স্লোগান, বিক্ষোভ ও প্রতিবাদ।

মূলত গত ২০ আগস্ট রাওয়ালিপিন্ডির এক জনসভায় ইমরান খান অভিযোগ তোলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর স্বেচ্ছাচারিতা চালাচ্ছে সরকার। পুলিশ আর বিচার বিভাগের সহযোগিতায় গ্রেপ্তারের অজুহাতে করা হচ্ছে অপহরণ, কারাগারে চলছে চরম নির্যাতন। এরপরই তার ভাষণ সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয় পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর