জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে ছাত্রলীগের আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ,জাতীয় শোক দিবস ও দেশরত্ন শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী স্মরণে গাজীপুর মহানগর ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ আগষ্ট গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রথখোলা বঙ্গতাজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট আব্দুল হাদী শামীম,গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: সেলিনা ইউনূস, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা।

এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়  ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।