এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবলে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট: August 25, 2022 |
print news

এশিয়ান অনুর্ধ্ব-২০ ভলিবলে ইরাক, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ইরাককে প্রথম ম্যাচে হারানো যুব দল বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যায় ৩-২ ব্যবধানে।

খেলা পাঁচ সেটে নিয়ে যাওয়ায় হেরেও এক পয়েন্ট পেয়েছে আলিপোর আরোজির দল। তাতেই মোট ৪ পয়েন্ট নিয়ে এশিয়ান এই আসরের ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে হারানো ইরাকের পয়েন্ট ৩। আর অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ৫ সেটে জেতায় ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয়। ৬ গ্রুপের তৃতীয় হওয়া দলগুলো এখন ১৩ থেকে ১৮ তম স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ঢুকে গেছে শীর্ষ ১২ দলে। এই দলগুলোর মধ্যে এখন হবে স্থান নির্ধারনী।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর