গোলাবারুদ ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন

আপডেট: August 29, 2022 |
print news

খেরসনে রাশিয়ান কমান্ডো পোস্ট এবং গোলাবারুদ ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন সেনাবাহিনীর দাবি এতে ১১ রুশ সৈন্য নিহত হয়েছে।

রোববার (২৮ আগস্ট) রাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইউক্রেনের সেনারা বলছে, তারা দেশটির দক্ষিণে খেরসন অঞ্চলে তিনটি রুশ কমান্ড পোস্ট এবং অন্তত দুটি গোলাবারুদ ডিপোতে হামলা চালিয়েছে।

এছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ থেকে জানানো হয়, তাদের বাহিনী এগারো রুশ সৈন্যকে হত্যা করেছে এবং এগারো টি রকেট লঞ্চার, তিনটি সাঁজোয়া যান এবং একটি স্ব-চালিত হাউইটজার ধ্বংস করেছে।

এদিকে রুশ-নিযুক্ত প্রশাসনের প্রধান ভ্লাদিমির লিওন্তিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রিয়া নভোস্তিকে ইউক্রেনের হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নোভা কাখোভকা শহরে চারবার গোলাবর্ষণ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর