পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: August 30, 2022 |
print news

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত শিশুরা হলো- ইলমা ও সামিয়া। সোমবার বিকেলে উপজেলার বনগজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইলমা ওই গ্রামের মো. জুয়েল মিয়ার মেয়ে ও সামিয়া একই গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি গর্তের পানিতে ডুবে ওই দুই শিশু মারা যায়। তবে শিশুরা কীভাবে পানিতে পড়েছে সে বিষয়টি কেউ কিছু জানাতে পারেননি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদিপ দেবনাথ জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হসপাতালে আনা হয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর