বাসভাড়া কমানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: এনায়েত উল্যাহ

আপডেট: August 30, 2022 |

ঢাকা পরিবহন মালিক সমিতি জানিয়েছে, দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানোয় বাসভাড়া কমাতে মালিকদের কোনো আপত্তি নেই।

সোমবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এর জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর বাসভাড়াও বাড়ানো হয়েছিলো। এখন সরকার জ্বালানি তেলের দাম কমানোয় বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই।

শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হবে। এ দাম কার্যকর হচ্ছে রাত ১২টার পর থেকে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর