পর্যটন কর্পোরেশনের ‘সালনা রিসোর্ট ও পিকনিক স্পট’ উদ্বোধন

সময়: 4:22 pm - September 5, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: পর্যটক বর্ষ উপলক্ষে ৯ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের “সালনা রিসোর্ট এন্ড পিকনিক স্পট” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ওই রিসোর্ট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

২০১৬ সালের ঘোষনাকৃত পর্যটক বর্ষ উপলক্ষে ৯ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ২০১৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। এটির নির্মান কাজ শেষ হয় চলতি বছরের জুন মাসে। ৩.১২ একর ভূমির উপর গাজীপুরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনায় রিসোর্টটি তৈরি করা হয়েছে।

রিসোর্টে ৬ টি আধুনিক কটেজ, শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কটেজে ২ টি বেড রুম , ১ টি ড্রইং কাম ডাইনিং রুম রয়েছে। আধুনিক স্থাপত্য নকশায় শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসন বিশিষ্ট রেস্তোঁরা, অভ্যর্থনা কাউন্টার , ৩ টি স্যুভিনর শপ , ১ টি কফি কর্ণার, দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স হল, গ্রুপ ট্যুরিস্টদের ডে – আউটিংয়ের জন্য ২ টি পিকনিক শেড ও ১ টি কুকিং শেড রয়েছে যেখানে ২০০-৩০০ লোকের সবধরণের খাবার প্রস্তুতের ব্যবস্থা রয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১১ টার দিকে মন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মন্ত্রী পর্যটন রিসোর্ট এন্ড পিকনিক স্পট ঘুরে দেখেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ আলী কদরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুগ্ম সচিব জামিল আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক আনিসুল হক প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর