পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, সুনামি সতর্কতা

আপডেট: September 11, 2022 |
print news

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলোতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বশে হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

সূত্র: সিএনএন, এনডিটিভি

Share Now

এই বিভাগের আরও খবর