তালেবানের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আপডেট: September 11, 2022 |

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণ চলাকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, “প্রশিক্ষণ চলাকালে কাবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।”

কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দাবি করেন এনায়েতুল্লাহ।

আফগানিস্তান ছাড়ার সময় যুক্তরাষ্ট্রর সৈন্যরা অনেক সরঞ্জাম ফেলে যায়। আর তালেবান ক্ষমতা দখলের পর বেশ কিছু আকাশযানের নিয়ন্ত্রণ নেয়।

তালেবান যেসব মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নিয়েছিল, তার মধ্যে কতগুলো এখন সচল, তা স্পষ্ট নয়। কারণ, যুক্তরাষ্ট্রের সৈন্যরা চলে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বেশি কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করেছিল।

সূত্রঃ রয়টার্স

Share Now

এই বিভাগের আরও খবর