থাইল্যান্ডে রানির মতো পোশাক পরায় দুই বছরের কারাদণ্ড

আপডেট: September 13, 2022 |

রানির মতো পোশাক পরায় থাইল্যান্ডে এক অধিকারকর্মীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২০ সালে ব্যাংককে রাজনৈতিক বিক্ষোভের সময় সায়িউয়েং নামের ২৫ বছরের ওই তরুণী থাইল্যান্ডের রানির পোশাকের মতো গোলাপি রঙের জামা পরেছিলেন। সরকারের ভাষ্য, এর মাধ্যমে ওই তরুণী রাজপরিবারকে অবমাননা করেছেন।

তবে ওই তরুণী বলেছেন, তিনি কোনো ধরনের অবমাননা করেননি, তিনি শুধু ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন।

অধিকার গোষ্ঠীগুলি জানিয়েছে, ২০১৯ সালে রাজা মহা ভাজিরালংকর্ন সিংহাসনে আরোহণ করার পর রাজতন্ত্রের সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীদের দমন করতে কর্তৃপক্ষ ক্রমবর্ধমানভাবে লেসে-ম্যাজেস্ট আইন প্রয়োগ করেছে।

থাই আইনি গোষ্ঠীগুলি জানিয়েছে, ২০২০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 2২১০ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে লেসে-ম্যাজেস্ট আইনে অভিযোগ আনা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর