রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে ভারতের জোরালো আহ্বান

আপডেট: September 23, 2022 |

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে জাতিসংঘে সাধারণ অধিবেশনে আহ্বান জানিয়েছে ভারত। একই সঙ্গে এ যুদ্ধের প্রভাবে বিশ্বের বর্তমান অবস্থার কথা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

জাতিসংঘের অধিবেসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনের যুদ্ধের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কিন্তু বিশ্ব যেভাবে এটিকে গুরুত্ব দিচ্ছে সত্যিকার অর্থে তা খুবই বিরক্তিকর।

যুদ্ধ বন্ধের জন্য শক্তভাবে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা ব্যক্ত করে ভারত। এদিকে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুদ্ধ বন্ধের আহবান জানান।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়টি এমন এক সময় উত্থাপিত হলো যখন বিশ্ব নেতারা জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন জড়ো হয়েছেন।

অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি জেমস ক্লিভারলি এবং ইউএনএসসির অন্যান্য সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর