চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট: September 27, 2022 |
print news

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাস ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জীবননগর থানায় নেয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সোমবার দুপুরে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন জীবনননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে।

জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, সোমবার দুপুরে কাজ শেষে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে জীবননগর থেকে বৈদ্যনাথপুর গ্রামের বাড়ি ফিরছিলেন মোতালেব হোসেন। এ সময় বৈদ্যনাথপুর গ্রামের মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আব্দুল খালেক বলেন, স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটি ভাংচুর করে। জব্দ করা হয়েছে বাসটি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর