টঙ্গীতে হাসপাতালের অবহেলায় সিএনজিতে সন্তান প্রসবের অভিযোগ

আপডেট: September 27, 2022 |

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাইশা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় নারীর সন্তান প্রসব হয়েছে সিএনজিতে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এঘটনায় হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ।

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকালে ফাতেমা আক্তার নামে অন্ত:সত্ত্বা এক নারী প্রসব বেদনা উঠলে সন্তান প্রসবের জন্য টঙ্গী স্টেশন রোডের মাইশা জেনারেল হাসপাতালে যান । সেখানকার চিকিৎসকদের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করানোর পর জানানো হয়, গর্ভে থাকা শিশুটি আর বেঁচে নেই। তাই উন্নত চিকিৎসার জন্য এবং গর্ভবতী নারীকে বাঁচিয়ে রাখার স্বার্থে আইসিইউ আছে এমন হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। এতে হাসপাতাল থেকে নেমে উত্তরার হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার জন্য সিএনজিতে উঠতেই সন্তান প্রসব হয়ে যায় ।

নবজাতক ও তার মা ফাতেমা দুজনেই সুস্থ আছেন। সিএনজিতে সন্তান প্রসবের খবর পেয়ে এলাকার এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে যায়।

উত্তেজিতরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতির শান্ত করে।

Share Now

এই বিভাগের আরও খবর