রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আপডেট: September 28, 2022 |
print news

রাজধানীর মতিঝিলের একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আরামবাগে এ ঘটনা ঘটে।

শাকিলের চাচা মাসুদ মিয়া জানান, আরামবাগে আমার একটি মুদি দোকান রয়েছে। শাকিল ওই দোকানেই থাকত। রাতে ফ্রিজ সরানোর সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শাকিলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার হারিশ্বর গ্রামে। তার বাবার নাম মো. ফারুক মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর