ইউক্রেন যুদ্ধে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত

আপডেট: October 11, 2022 |
Boishakhinews24 19
print news

ইউক্রেন যুদ্ধের গতিপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে পশ্চিমা বিশ্ব। পাল্টাপাল্টি হামলা জোড়দার করছে ইউক্রেন-রাশিয়া দু’পক্ষই।

ক্রিমিয়ায় কার্চ ব্রিজে হামলার পর গেল তিন দিন ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। আহত কয়েকশ’।

এ অবস্থায় পাল্টা হামলা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোড়ালো করছে ইউক্রেন। দেশটিকে সামরিক সহায়তা বাড়াচ্ছে পশ্চিমা বিশ্বও। যুক্তরাষ্ট্র এরইমধ্যে ইউক্রেনকে আধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, ফ্রান্স ও জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্রসহ সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ অবস্থায় পুরো যুদ্ধের গতিপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর