বাংলাওয়াশের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

আপডেট: October 14, 2022 |
Boishakhinews24 47
print news

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ (১৪ অক্টোবর) স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ফাইনালে দলে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ব্লেয়ার টিকনার। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও মার্টিন গাপটিল।

পাকিস্তান দলে মোহাম্মদ হাসনাইনের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ। তার ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ এটি।

কিউই পেসার টিম সাউদি খেলবেন তার ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। এ ছাড়া কিউই দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার ট্রেন্ট বোল্ট ৫০তম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবেন।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ।

নিউজিল্যান্ড : ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর