জাপার নতুন কমিটিতে রাঙ্গা

আপডেট: October 14, 2022 |
রহমান রাঙ্গা
print news

এবার রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা। রওশন ঘোষিত জাপার আসন্ন ২৬ নভেম্বরের সম্মেলনের প্রস্তুতি কমিটিতে রাঙ্গাকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাঙ্গার অন্তর্ভুক্তিপত্রে সই করেন রওশন এরশাদ। একই নির্দেশনায় রওশন আরও ১৭ জনকে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে রাঙ্গার কোনও বক্তব্য পাওয়া যায়নি। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদেরের নির্দেশে রাঙ্গাকে জাপার সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

অব্যাহতি পাওয়ার পর জি এম কাদেরকে হুমকি দিয়ে রাঙ্গা বলেছিলেন, আমি দেখে নেব, তিনি কীভাবে রাজনীতি করেন, কীভাবে রংপুরে যান। আমাকে বাদ দিয়ে কীভাবে সেখানে রাজনীতি করেন।

উল্লেখ্য, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়েছিল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর