যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫

আপডেট: October 14, 2022 |
Boishakhinews24 52
print news

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে।

র‌েলিগের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেন, ওই এলাকার ন্যুজ রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালানোর এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি রেলিগ শহরের জন্য এটি একটি মর্মান্তিক ও দুঃখজনক দিন। আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) বিকেল ৫টার পরপরই একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রেলিগ পুলিশ বিভাগ। তাদেরমধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

পরে পুলিশ বিভাগ টুইট করে জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে।

মেয়র বলেন, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি গুরুতর আঘাত পাননি।

সংবাদ সম্মেলনে ব্যাল্ডউইন বলেন, আমাদের আরও কিছু করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এই বর্বর সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে। আমাদের অনেক কিছু করার আছে, এবং আজ রাতে আমাদের শোক করার অনেক কিছু আছে।

গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের একটি প্রধান সমস্যা। সেখানে শুধু চলতি বছরে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ গুলিতে মারা গেছে। এরমধ্যে অর্ধেকের বেশি লোক আত্মহত্যা করেছে।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস, এএফপি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর