গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট: October 14, 2022 |

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, আগুনের ঘটনায় দ্বগ্ধ মিঠু নামের এক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীণ অবস্থায় মারা গেছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো কথা জানান।

উল্লেখ্য, গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ পাঁচজনকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দ্বগ্ধদের মধ্যে আলামিনের শরীরের ৫০ শতাংশ, আনোয়ারের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৪০ শতাংশ, পারভেজের ৮৬ শতাংশ ও মিঠুর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর