জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

আপডেট: October 15, 2022 |

রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিতাসের ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত শ্রমিকদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়েছে। দগ্ধরা হলেন- জুম্মন হোসেন হাওলাদার (১৯), আব্দুর রহমান (৬০), আজিজুল হক (৭০), খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) ও জিহাদ (২২)।

দগ্ধ জুম্মন জানান, তারা তিতাসের শ্রমিক। রাতে জুরাইন শিশু কবরস্থানের পিছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলেন। সেই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলেন। এমন সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৬ জনই কমবেশি দগ্ধ হন।

শ্রমিকরা জানান, মোটরটি থেকে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছিলো।

বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর