বাংলাদেশ সফরে আসছেন জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি

আপডেট: October 15, 2022 |

দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে আসছেন জার্মান সংসদের সদস্য ও ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার। আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি।

এ সফরে স্টেট সেক্রেটারি সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি জার্মান সরকার সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন ও ঢাকায় জার্মান দূতাবাস কর্তৃক ‘জার্মান-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা’র ৫০ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ১০ অক্টোবর ড. কোফলারের সঙ্গে দেখা করেন। বৈঠকে তিনি আসন্ন বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান ও দ্বিপক্ষীয় ব্যবসা এবং চলমান উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর