ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহাদাত হোসেন

আপডেট: October 17, 2022 |
faridpur nirbachon
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন। চশমা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে ৮৫ ভোটে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট।
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষ্যে আজ ১৭-১০-২০২২ খ্রিঃ তারিখে জেলার ৯টি উপজেলায় সকাল ৯.০০ টা হতে ইভিএম এর মাধ্যমে সুস্থভাবে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২.০০ টায় ভোট গ্রহন শেষ হয়। জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন জনাব অতুল সরকার, জেলা প্রসাসক, ফরিদপুর, জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ফরিদপুর এবং জনাব হাবিবুর রহমান, নির্বাচন অফিসার, ফরিদপুর। কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং জেলা পরিষদ নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর