গাজীপুর জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী মোতাহার হোসেন মোল্লা

আপডেট: October 17, 2022 |

গাজীপুর জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ  সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন মোল্লা বেসরকারি ভাবে বিজয়ী গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোতাহার মোল্লা মোটরসাইকেল প্রতীকে ৩৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এস এম মোকছেদুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ২৯১ ভোট । এর আগে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ।
জেলার পাঁচটি উপজেলায় ছয়টি কেন্দ্রে ১২টি কক্ষে একযোগে ৬৩৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । এর মধ্যে পুরুষ ৪৮৪জন ও মহিলা ১৫২জন । নির্বাচনে সাধারণ ওয়ার্ড রয়েছে ৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সংখ্যা ২টি।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদন্দিতা করেন । নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল), আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএম মোকছেদ আলম (আনারস) ও মোঃ সামসুদ্দিন খন্দকার (চশমা) প্রতিদ্বন্ধীতা করেন ।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুর সদর উপজেলার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩২জন ভোটার, কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুল কেন্দ্রে ১৩১ জন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-১ ৫২জন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-২ ৬৮ জন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৬জন ও কালীগঞ্জে বালীগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

Share Now

এই বিভাগের আরও খবর