গাজীপুরে শেখ রাসেলের জন্মদিনে এতিম ও পথ শিশুদের খাদ্য-বস্ত্র দিলেন যুবলীগ নেতা

আপডেট: October 18, 2022 |

গাজীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে আটশতাধিক এতিম ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার,বস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগ।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এসব খাদ্য ও বস্ত্র এবং বই বিতরণ করনে।

মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন রাহাতসহ গাজীপুর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

এছাড়া, বিকেলে গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালিকা) ভানোয়ায় চিত্রাংকন, কবিতা আবৃতি আলোচনা সভা কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিকেলে সরকারি শিশু পরিবার (বালিকা) ভানোয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারি শিশু পরিবার (বালিকা) ভানোয়া গাজীপুরের তত্ত্বাবধায়ক মাহফুজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস. এম আনোয়ারুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এটি.এম তৌহিদুজ্জামান।

সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা কবিতা আবৃত্তিতে সেরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর